ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হারিয়ে যাবে ৪২ দেশ

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১

হারিয়ে যাবে ৪২ দেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নিলে বিশ্ব থেকে হারিয়ে যাবে ৪২টি ছোট দেশ। কমনওয়েলথের মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, দেশগুলোকে বাঁচাতে জাতিসংঘের আসন্ন সম্মেলনে যথাযথ পদক্ষেপ নিতে হবে। গত বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ব্যারোনেস প্যাট্রিসিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্ব সংকটের হুমকিতে রয়েছে বিশ্বের ৪২টি ছোট দেশ। অথচ আমাদের সবার কর্মকা-ে মনে হচ্ছে-এমন কিছুই হবে না। আমাদের অদূরদর্শিতার কারণেই ছোট ছোট এ দেশগুলো হারিয়ে যাবে। ডোমিনিকা বংশোদ্ভূত আইনজীবী ও সাবেক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস প্যাট্রিসিয়া বর্তমানে কমনওয়েলথ জোটের নেতৃত্ব দিচ্ছেন।

এটি মূলত সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর জোট। ইতালির রাজধানী রোম সফরের সময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে তিনি এ সব কথা বলেন। সফরে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন।

 
Electronic Paper