ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মঙ্গলে দেড় ঘণ্টা ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

মঙ্গলে দেড় ঘণ্টা ভূমিকম্প

কেবল পৃথিবী নয়, ভূমিকম্পে মঙ্গল গ্রহও কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীরা দাবি করেছেন, গত এক মাসে তিনবার লাল গ্রহের মাটি কেঁপে ওঠার প্রমাণ পেয়েছেন তাঁরা।

নাসার ইনসাইট ল্যান্ডার মঙ্গলযানটি ১৮ সেপ্টেম্বর মঙ্গলের শূন্য ধুলো সমতলে চুপচাপ বসে ছিল। এরপরই মঙ্গলযানটির ভূমিকম্প নির্দেশক যন্ত্রে (সিসমোমিটার) ধরা পড়ে কম্পন। কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ২।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, অবাক করার বিষয় হলো, পৃথিবীর মতো কয়েক মিনিটের কম্পন নয়, মঙ্গলের মাটিতে এই ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা।

এর আগে গত ২৫ আগস্ট দুটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ২ এবং ৪ দশমিক ১ ম্যাগনিটিউড। কিন্তু সেগুলো এতক্ষণ স্থায়ী হয়নি। এর আগে ২০১৯ সালে এই মঙ্গলযান সর্বোচ্চ ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প পর্যবেক্ষণ করেছিল।

ইনসাইট ল্যান্ডারের দায়িত্বে থাকা প্রধান বিজ্ঞানী ব্রুস ব্যানার্ড বলছেন, মনে হচ্ছে, মঙ্গলে ছোট ভূমিকম্পের সংখ্যা অপেক্ষাকৃত কম, তার চেয়ে কম ভূমিকম্প আছে। এটি রহস্যময়।

 
Electronic Paper