ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সবুজের দ্বীপ

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১

সবুজের দ্বীপ

চীনের জেজিয়াং প্রদেশের শেঙসান দ্বীপ। যে দিকে তাকাবেন সবুজ, সবুজ আর সবুজ। সেখানকার ঘরবাড়ি আঙুর গাছে ঢাকা। তবে সেখানে ঘর আছে মানুষ নেই বললেই চলে। সময় যেন থমকে গেছে। কান পাতলে হয়তো শোনা যাবে মধুর গুঞ্জন।

শেঙসান দ্বীপের একটি পরিত্যক্ত গ্রাম ছিল সেখানকার স্থানীয় জেলেদের। কিন্তু সেই গ্রামে থেকে জীবিকা নির্বাহ করা তাদের কাছে দুষ্কর। তাই কাজ খুঁজতে গ্রাম ছেড়ে চলে যেতে হয় শহরে। কিন্তু অনেক পরিবার ফিরে আর আসে না তাদের ভিটেমাটিতে। এইভাবে একের পর এক বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে। তবে অন্যদিকে সেই গ্রাম কিন্তু সেজে ওঠে এক অপরূপ সৌন্দর্যে।

চারদিক লতাপাতায় ছেয়ে যায় পাথুরে পথ থেকে ঘরের চার দেওয়াল, উঠোন। অপুরো দ্বীপটি যেন একটি নরম সবুজ চাদরে জড়ানো। শেঙসান দ্বীপে এসে আলেকচিত্রী কুয়িং জিয়ান বাকরুদ্ধ হয়ে পড়েন প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতায়।

 

 
Electronic Paper