ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চাঁদের বরফ খুঁজবে ভাইপার

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

চাঁদের বরফ খুঁজবে ভাইপার

চাঁদের বুকে বরফের খোঁজ করতে যাচ্ছেন বিজ্ঞানীরা। গত সোমবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ঘোষণা করেছে, ২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুর একটি অঞ্চলে বরফ খোঁজার জন্য বিশেষ রোবট যান বা রোভার পাঠানো হবে। এ রোভারকে বলা হচ্ছে ‘ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার’ বা ‘ভাইপার’। যে অঞ্চলে ওই রোভার বরফের খোঁজ করবে, তার নাম ‘নোবাইল ক্র্যাটার’।

নাসার বিজ্ঞানীরা আশা করছেন, তাঁদের পাঠানো এই বিশেষ রোবট যান চন্দ্রপৃষ্ঠের নিচে বরফ থাকার বিষয়টি নিশ্চিত করতে পারবে। এ বরফ একদিন রকেটের জ্বালানি হিসেবে রূপান্তর করে তা মঙ্গলগ্রহ বা মহাকাশের আরও গভীরে যাওয়ার জন্য ব্যবহার করা সম্ভব হবে।

নাসার প্লানেটরি সায়েন্স বিভাগের পরিচালক লরি গ্লেজ বলেছেন, ‘নোবাইল ক্র্যাটার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবস্থিত, যা মহাকাশের অন্য কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষে সৃষ্টি হয়েছে।’

চাঁদের দক্ষিণ মেরুর ওই অঞ্চল সৌরজগতের অন্যতম শীতল এলাকা এবং তা কেবল দূর থেকে সেন্সর ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয়েছে। এ ক্ষেত্রে নাসার লুনার রিকোনাইসেন্স অরবিটার ও লুনার ক্র্যাটার অবজারভেশন ও সেন্সিং স্যাটেলাইট ব্যবহার করা হয়েছে।

 
Electronic Paper