ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেনিয়ার ফুটপাতে বিদ্যাসাগর!

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

কেনিয়ার ফুটপাতে বিদ্যাসাগর!

ষষ্ঠ শ্রেণির ছাত্র সালিম খামিসি। মায়ের সঙ্গে ভারত মহাসাগরের তীরে কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মোম্বাসায় থাকে সে। তাদের সেই গ্রামে এখনও বিদ্যুৎ যায়নি। সৌর বিদ্যুৎ নেওয়ার মতো টাকাও নেই তাদের। তাই সড়কের আলোয় পড়াশোনা করতে দেখা গেছে সালিমকে। ফুটপাতে পড়াশোনা করার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, রাস্তার আলোয় ফুটপাতে ভর দিয়ে বসে আছে সালিম।

পরনে গেঞ্জি ও হাফ-প্যান্ট। আলোয় সে মনোযোগ দিয়ে একটি খাতায় কিছু লিখছে। তার সামনে একটি বই মেলে ধরা। ওই ছবি দেখে অনেকে মন্তব্য করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে বিদ্যুতের আলো ছিল না। এমন পরিস্থিতিতে অনেক আগেই কলকাতার রাস্তার আলোয় বসে পড়াশোনা করতেন তিনি। কয়েক যুগ পর সেই ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি। সালিম যেন ‘এ যুগের বিদ্যাসাগর’।

 
Electronic Paper