ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছেলের খোঁজে ৫ লাখ কিমি

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৪২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

ছেলের খোঁজে ৫ লাখ কিমি

চীনে ১৯৯৭ সালে বাড়ির সামনে খেলছিল দুই বছরের এক শিশু। এ সময় মানব পাচারকারীরা শিশুটিকে অপহরণ করে। এই ঘটনায় বাবা জো গ্যাংট্যাং তো পাগলপ্রায়। ছেলের খোঁজে তিনি মোটরসাইকেলে পুরো দেশ চষে বেড়ান। এ জন্য তিনি ৫ লাখ কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করেন। তবে তাঁর সেই শ্রম বৃথা যায়নি।

২৪ বছর খোঁজাখুঁজির পর গ্যাংট্যাং তাঁর ছেলেকে খুঁজে পেয়েছেন। তবে ছেলেটি আর শিশু নেই, পুরোদমে যুবকে পরিণত হয়েছে সে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে চীনের শানডং প্রদেশে। গ্যাংট্যাং দীর্ঘ সময় ধরে ছেলেকে খুঁজে বের করার অনুপ্রেরণা পান একটি সিনেমার গল্প থেকে।

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে গ্যাংট্যাংয়ের ছেলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর অপহরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন প্রেমিক-প্রেমিকাকে চিহ্নিত করা হয় এবং তাঁদের গ্রেপ্তার করা হয়।

 
Electronic Paper