ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রসগোল্লা নিয়ে গেল পুলিশ

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৯ অপরাহ্ণ, মে ০৮, ২০২১

রসগোল্লা নিয়ে গেল পুলিশ

সদ্যই পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। ভোটের লড়াইয়ে এক প্রার্থীর জয়ে তাঁর সমর্থকরা ভোটারদের মধ্যে রসে টইটম্বুর রসগোল্লা বিতরণ করছিলেন। 

কিন্তু বেরসিক পুলিশের সেটা সহ্য হয়নি। জব্দ করেছে রসে ভরা সেই রসগোল্লা। তা-ও ১ বা ২ কেজি নয়, পাক্কা ২০ কেজি। তাতেই ক্ষান্ত হয়নি পুলিশ। রসগোল্লাসহ আটক করেছে দুজনকে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইন ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের হাপুড় শহরের।

গত বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম ও পদুচেরিতে বিধানসভার পাশাপাশি উত্তর প্রদেশে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পঞ্চায়েত নির্বাচন। তবে ভোটের ফল ঘোষণার আগেই দেশটিতে করোনার সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়েছে। জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। এমনকি ভোটের ফলের পর রাজ্য সরকারগুলোকে বিজয় মিছিল রোধে কঠোর হতে বলেছে ভারতের নির্বাচন কমিশন। গত রোববার ঘোষিত হয় এসব ভোটের ফল। এরপর কমিশনের নিষেধ উপেক্ষা করে উত্তর প্রদেশের পঞ্চায়েত ভোটের একজন বিজয়ী প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণে নেমেছিলেন দুজন। সঙ্গে সঙ্গে ওই দুজনকে আটক করে পুলিশ। জব্দ করে ২০ কেজি রসগোল্লা।

বুধবার হাপুড় পুলিশের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, করোনার বিধিনিষেধের আওতায় একসঙ্গে পাঁচজন কিংবা তার বেশিসংখ্যক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধ উপেক্ষা করে আটক হওয়া দুজন গণজমায়েত করেছেন। সেখানে জমায়েত হওয়া মানুষের মধ্যে রসগোল্লা বিলি করছিলেন তাঁরা। আটকের পর তাঁদের বিরুদ্ধে করোনাকালীন বিধিনিষেধ উপেক্ষা ও ফৌজদারি আইনের ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। টুইটে হাপুড়ের পুলিশ আরও বলেছে, আটক দুজনের কাছ থেকে ২০ কেজি রসগোল্লা জব্দ করা হয়েছে। তবে জব্দ করা রসগোল্লা কার পেটে গেছে, সেটা নিয়ে কিছুই জানায়নি সেখানকার পুলিশ।

 
Electronic Paper