ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেঁচো খোঁড়ার উৎসব

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

কেঁচো খোঁড়ার উৎসব

ইংরেজি স্নেক চার্মার এর বাংলা প্রতিশব্দ যদি হয় সাপুড়ে, তাহলে ওর্ম চার্মার এর প্রতিশব্দ কী কেঁচুড়ে হওয়া সম্ভব? প্রতিশব্দটি সঠিক হোক আর না হোক, ইংল্যান্ডের ডেভনের ব্ল্যাকঅটন গ্রামে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় এক বিচিত্র উৎসব, যার নাম ‘ব্ল্যাকঅটনস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ওর্ম চার্মিং’। এই উৎসবে ব্যক্তিগতভাবে নয়, দলগতভাবে যোগ দিতে হয়।

প্রতিটি দলকে কোনো আবাদযোগ্য জমিতে এক বর্গ মিটার জমি এবং ১৫ মিনিট সময় দেওয়া হয়। এই ১৫ মিনিটে তারা পৃথিবীর তাবৎ কৌশল প্রয়োগ করতে পারবেন, কেবল খুঁড়তে পারবেন না। ১৫ মিনিটে যে দল সবচেয়ে বেশি কেঁচো মাটির ওপর নিয়ে আসতে পারবে, তারাই বিজয়ী।

 
Electronic Paper