ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এক দিনের মুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

এক দিনের মুখ্যমন্ত্রী

ভারতে গতকাল রোববার পালিত হয়েছে ‘জাতীয় কন্যাশিশু দিবস’। দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে দেশটির উত্তরাখণ্ডের বিজেপি সরকার এদিন বা ২৪ ঘণ্টার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসালেন সৃষ্টি গোস্বামী নামে ১৯ বছর বয়সী তরুণীকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এর আগে ২০১৮ সাল থেকে সৃষ্টি উত্তরাখ-ের শিশু বিধানসভার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। হরিদ্বারের দৌলতপুর গ্রামের বাসিন্দা সৃষ্টি বর্তমানে কৃষি বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা প্রবীণ গোস্বামী গ্রামেই একটি ছোট দোকান চালান। মা একজন অঙ্গনওয়ারি কর্মী। এর আগেও সৃষ্টি শিশুকন্যা দিবসে বহু আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানে যোগদান করেন। ২৪ ঘণ্টার জন্য এত বড় দায়িত্ব পেয়ে আপ্লুত সৃষ্টি। তার কথায়, ‘এটা সত্যি যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি এতটাই অভিভূত। তবে একইসঙ্গে আমি কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করব। প্রশাসনিক কাজে যাতে আগামী দিনে যুবসমাজ দক্ষ হয়ে উঠতে পারে, সেই প্রচেষ্টাই করব।’

 
Electronic Paper