ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রঙ বদল

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

রঙ বদল

আমরা জানি, পানির কোনো রঙ থাকে না। এও জানি, পৃথিবীর সব পাহাড়ি অঞ্চলেই কমবেশি জলপ্রপাত রয়েছে। তবে এবার ব্যতিক্রম এক জলপ্রপাতের সন্ধান পাওয়া গেছে কানাডায়। বছরের অন্যান্য সময় স্বাভাবিক থাকলেও বর্ষা এলেই পানির রঙ হয়ে যায় গোলাপি। এই আশ্চর্যজনক জলপ্রপাতের অবস্থান কানাডার আলবের্তা প্রদেশে। সেখানকার ওয়াটারটন লেকস ন্যাশনাল পার্কে রয়েছে ক্যামেরন নামের এই জলপ্রপাত। প্রকৃতির এমন আশ্চর্যজনক রহস্য ভেদ করতে পারেনি মানুষ। আবার এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার পরও অবাক হতে হয় আমাদের।

এমনিতে দেখতে সাধারণ জলপ্রপাতের মতো হলেও এর রয়েছে এক বিশেষ আকর্ষণ। বছরের অন্য সময়ে এ জলপ্রপাত ও তার সংলগ্ন হ্রদের পানি দেখতে খুবই সুন্দর। কিন্তু বর্ষার সময়ে এখানেই দেখা যায় প্রকৃতির জাদু।

সেই সময়ে এ জলপ্রপাতের রঙ গোলাপি হয়। এমনকি দিনের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রদের পানি কখনও হয়ে যায় টুকটুকে লাল, কখনও বা গাঢ় কমলা। ভূতত্ত্ববিদদের মতে, ক্যামেরন জলপ্রপাতের আশপাশে অ্যাগ্রোলাইট নামে এক ধরনের পলিমাটি আছে। বর্ষার সময় এ মাটি পানির সঙ্গে মিশলে তা গোলাপি রঙ ধারণ করে।

 
Electronic Paper