ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তিমির কঙ্কাল

ডেস্ক রিপোর্ট
🕐 ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

থাইল্যান্ডে খুঁজে পাওয়া গেছে বিরল এক তিমির কঙ্কাল। এটি ৩ থেকে ৫ হাজার বছরের পুরনো বলে ধারণা প্রত্নতত্ত্ববিদদের। এত পুরনো হওয়ার পরও কঙ্কালটি প্রায় নিখুঁত রয়েছে। ৩৯ ফুট দীর্ঘ এ কঙ্কাল দেখে ধারণা করা হচ্ছে, এটি ব্রাইড’স প্রজাতির তিমি।

বিবিসি জানায়, রাজধানী ব্যাংককের প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে সামুত সাখন উপকূলে নভেম্বরের শুরুতে প্রথম হাড়গুলোর খোঁজ পাওয়া যায়।

এই আবিষ্কার বিশেষত সমুদ্রস্তর ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় পেছনের আরও ইতিহাস জানার পথ খুলে দেবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের স্তন্যপায়ী প্রাণী গবেষক মার্কাস চুয়া বিবিসি’কে জানান, আংশিক ফসিলে পরিণত হওয়া এই হাড়গুলো ‘বিরল আবিষ্কার’। ‘এশিয়ায় খুব অল্প কিছু তিমির সাব-ফসিল পাওয়া গেছে। আর এত ভালো অবস্থায় তো আরও কমই পাওয়া গেছে’ বলেন তিনি।

থাইল্যান্ডের পরিবেশমন্ত্রী তিমির কঙ্কালের ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, হাড়গুলো অনেকটাই অক্ষত অবস্থায় রয়েছে। মন্ত্রী জানান, এখন পর্যন্ত কঙ্কালটির ৮০ শতাংশের বেশি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কশেরুকা, পাজর, পাখনা, কাঁধের হাড় আছে। কঙ্কালটির মাথার দৈর্ঘ্যই ৩ মিটারের মতো।

 
Electronic Paper