ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবির নায়িকা পুুরুষ

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

ভাগ্য মানুষকে কোটিপতি থেকে ফকির বানিয়ে দেয় আবার সেই ভাগ্যের জোরেই কেউবা জয় করে বিশ্ব। তেমনই ঘটনা ঘটে এক ব্যক্তির সঙ্গে। অভাবের দায়ে যিনি কিনা রেস্তোরাঁর ওয়েটার ছিলেন। তবে বিশ্ব এখনো তাকে চেনে প্রথম নায়িকা হিসেবে। ১৯১৩ সাল। ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যরে নির্বাক ছবি তৈরি করছেন দাদা সাহেব ফালকে। ফিল্মের নাম ‘রাজা হরিশচন্দ্র’। তাই সচরাচর কোনো নারীই সিনেমা জগতে আসতে চাইতেন না। ফিল্মের নাম শুনলে বরং কয়েক পা পিছিয়ে দাঁড়াতেন।

পরিস্থিতি এমন ছিল যে হোটেল-রেস্তোরাঁর নর্তকী থেকে যৌনকর্মীদের দরজায় দরজায় ঘুরেও কোনো নারীকে এই ফিল্মের জন্য রাজি করাতে পারেননি দাদা সাহেব। এরকম একটা সময় হঠাৎ অণ্ণা সালুঙ্কির দিকে চোখ পড়ে তার। অণ্ণার সুন্দর সরু হাত আর মেয়েদের মতো শরীরের কাঠামো দেখে চোখ জ¦লজ¦ল করে উঠেছিল দাদা সাহেবের।

 
Electronic Paper