ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অভিনব শৌচাগার

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

শৌচাগারের যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন উঁকি মারছে তিমি মাছ! অথবা মাথার উপর দিয়ে জলকেলি করছে তারামাছ বা কচ্ছপের দল! ঝাঁকে ঝাঁকে মাছ আপনার চারপাশে হুটোপুটি করছে। এমনটা স্বপ্ন ভেবৈ ঠাট্টা করবেন না যেন! এমনই এক টয়লেট জাপানের আকাশি অঞ্চলের হিপোপো পাপা ক্যাফেতে অবস্থিত।

 

আসলে এই শৌচাগারটি একটি দৈত্যাকার অ্যাকুরিয়াম বেষ্টিত। এই টয়লেটে ঢুকলেই মনে হবে সত্যিই বুঝি সমুদ্রের মাঝে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছেন আপনি! ডেইলি মেলের মতে, ক্যাফেটির মালিক এই অভিনব শৌচাগার তৈরির জন্য ২ লাখ পাউন্ডেরও বেশি টাকা খরচ করেছেন। ইতিমধ্যে তার এই টাকা বেশ উঠেও এসেছে! কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শৌচাগারের ছবি রীতিমতো ভাইরাল।

ক্যাফের মালিকের মতে, প্রায় ১২ বছর আগে তৈরি হয়েছিল এই শৌচাগারটি। এখনো আকাশির সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এটি একটি। যদিও এই অ্যাকুরিয়াম টয়লেট শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্যই। ক্যাফেতে অবশ্য খুব বেশি ভিড় না হলে পুরুষরাও উঁকি মেরে দেখতে পারেন। এটিই অবশ্য জাপানের একমাত্র অভিনব ও বিখ্যাত টয়লেট নয়। জাপানের মোটরকার মিউজিয়ামেও রয়েছে সুন্দর টয়লেট রয়েছে।

 
Electronic Paper