ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জলের শহর

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

ইতালির মৎস্যকুমারী নামে খ্যাত ভেনিস নগরী শিল্প সাহিত্য, বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারও মন জুড়িয়ে যাবে! সেখানকার প্রতিটি ঘর বাড়িও যেন এক একটি নান্দনিক রূপ ধারণ করেছে। রঙবেরঙের কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। সত্যিই এক অপরূপ জলের শহর। ভেনিস তার এই সৌন্দর্য ৬০০ বছর ধরে রেখেছে। এ শহরে প্রায় ১১৮টি দ্বীপপুঞ্জ ও ১৭৭টি খাল রয়েছে। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পায়ে হেঁটে যাওয়ার জন্য রয়েছে ৪০৯টি সেতু। প্রতি বছরই হাজারো দর্শক এখানে ভিড় জমায় শুধু এর খ্যাতি ও আকর্ষণীয় স্থানের কারণে।

 

ভেনিস নগরটি মূলত কত দ্বীপের সমষ্টি। ইতিহাস থেকে জানা যায়, জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রবাসীরা এখানে বসতি গড়ে তোলে। আস্তে আস্তে লোকসংখ্যা বাড়তে থাকে এবং পানির ওপর গড়ে ওঠে এ শহরে। ভেনিসে গাড়ি চালানোর মতো কোনো রাস্তাই নেই। শহরজুড়ে ছড়িয়ে রয়েছে গাছের শেকড়ের মতো অসংখ্য খাল। এজন্যই ভেনিসকে ইতালির মৎস্যকুমারীও বলা হয়। এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একমাত্র সঙ্গী ছোট ডিঙি নৌকা। ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব একাধিক নৌকা আছে। বাড়ির সঙ্গে বাধা থাকে এসব নৌকা অথবা স্পিট বোটগুলো। ভেনিসের জলযানের একটি আকর্ষণীয় রোমান্টিক জলযান হলো গন্ডোলা। আর এই ঐতিহ্যবাহী গন্ডোলা সব পর্যটকের দৃষ্টি কাড়ে।

 
Electronic Paper