ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পদবি নিয়ে বিপাকে

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

৩৮ বছর বয়সী জিমি পেশায় একজন নির্মাণকর্মী। তাদের পারিবারিক পদবি করোনা। এই পদবির জন্যই কার্যত বিপাকে পড়তে হয়েছে। সমস্যার সূত্রপাত বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের পর থেকে। সে সময় থেকে কাউকে নিজের নাম বললেই অস্বস্তিতে পড়তে হচ্ছিল জিমিকে। ‘সত্যিই কি তোমার পদবি করোনা?’ কেউ সোজাসুজি প্রশ্ন করে, তো কেউ আবার এ নিয়ে মজা করতে থাকেন। এর মধ্যে আবার ছেলের চিকিৎসা করাতে গিয়েও বিপাকে পড়েন তিনি। শেষ পর্যন্ত দেখাতে হয় ছেলের জন্মসনদ।

বর্তমানে নিরুপায় হয়ে নিজের পাসপোর্ট এবং ব্যাংকের আইডি সঙ্গে রাখতে শুরু করেছেন জিমি। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানান। জিমি বলেন, ‘করোনা মহামারীর পর থেকে কেউই আমাকে যেন বিশ্বাস করছে না। যেখানেই যেতাম সবাই আমাকে নিয়ে মজা করত। বিশ্বাস করতে চাইত না যে, করোনা আমার পদবি। তবে বহুদিন ধরে যারা আমাকে চেনেন, তারা এই নিয়ে কেউ মজা করেনি। তাই আমি এখন পাসপোর্ট এবং ব্যাংকের আইডি সঙ্গে রাখি। কেউ বিশ্বাস না করলে তাকে দেখিয়ে দিই সেটা।’

 
Electronic Paper