ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাঁকড়া তাড়াতে পুলিশ!

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

কারও বাড়িতে কাঁকড়া ঢুকে পড়ায় পুলিশে খবর দেওয়ার কথা শুনেছেন কখনও? জার্মানির ফ্রেইবার্গের এক বাসিন্দা সম্প্রতি এমন কা-ই করেছেন। কাঁকড়ার আতঙ্কে পুলিশ ডেকেছিলেন তিনি।

পুলিশ গিয়ে দেখে ওই বাড়িতে একটি বিশাল কাঁকড়া ঢুকে পড়েছে। যা দেখে ভয় পাওয়ারই কথা। পরে প্রায় ১০ ইঞ্চির সেই কাঁকড়াটিকে ওই বাড়ি থেকে সরায় পুলিশ।

জানা গেছে, যে কাঁকড়াটি ওই মহিলার বাড়িতে ঢুকে পড়েছিল সেটি চায়নিজ মিটেন ক্র্যাব। এই প্রজাতির কাঁকড়া আকারে বেশ বড়সড় হয়। এদের সামনের দাঁড়া দুটিও বেশ বড় আর কালো লোমে ঢাকা। দেখে মনে হয় যেন, হাতে কালো লোমের দস্তানা পড়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এগুলো জার্মানির এই এলাকায় নদীতেই পাওয়া যায়। কিন্তু কারও বাড়িতে ঢুকে পড়ার ঘটনা এই প্রথম। সম্ভবত বাড়ির দরজা খোলা থাকায় সেটি ঢুকে পড়ে। কাঁকড়াটি উদ্ধার করে স্থানীয় এক পশু বিশেষজ্ঞের হেফাজতে রাখা হয়েছে।

 
Electronic Paper