ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভিক্ষার লটারিতে বাজিমাত!

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

ভিক্ষাবৃত্তি করে দিন চলত গৃহহীন চার ব্যক্তির। রাস্তায় দিন-রাত কাটত তাদের, অনেকটা ভবঘুরে জীবন। সম্প্রতি ভিক্ষা করতে গিয়ে একটি লটারির টিকিট পেয়েছিলেন তারা।

এতেই বাজিমাত! আচমকা লটারি জিতে লাখ লাখ টাকার মালিক হয়েছেন তারা। ফ্রান্সের বন্দর শহর ব্রেস্টে এ ঘটনা ঘটে। ফরাসি লটারি সংস্থা এফডিজে বিষয়টি নিশ্চিত করেছে।

এফডিজে জানায়, লটারিতে ৫০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকার বেশি) জিতে নেন ওই চার ব্যক্তি। ভাগ্যবান চার ব্যক্তির বয়স ৩০ এর কোটায়।

জানা গেছে, শহরে একটি লটারির দোকানের সামনে ভিক্ষা করছিলেন ওই চার তরুণ। সম্প্রতি এক ব্যক্তি তাদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। সেই স্ক্র্যাচকার্ড থেকেই তারা জিতেছেন ৫০ হাজার ইউরো। যা বাংলাদেশি ম্দ্রুায় প্রায় ৫০ লাখ টাকার বেশি। ওই পুরস্কার মূল্য চারজনের মধ্যে ভাগ করে দিয়েছে এফডিজে।

ওই সংস্থার মুখপাত্র বলেছেন, ‘এই পুরস্কার পেয়ে তারা হতবাক হয়ে গিয়েছিলেন। ওই অর্থ কীভাবে খরচ করবেন, তার কোনো পরিকল্পনা নেই। তবে তারা এই অর্থ দিয়ে শহর ছাড়ার কথা ভাবছেন।’

এদিকে অনলাইনে তাদের নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

 
Electronic Paper