ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুমুতেই ভাইরাস

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ০৭, ২০২০

ছোট বাচ্চাকে দেখলে অনেকেই আদর করতে চান। আদরের বহিঃপ্রকাশ হিসেবে চুমুও দেন। এ কাজটি আরও বেশি করে থাকেন বাচ্চার স্বজনরা। তবে ভালোবেসে বাচ্চাকে আদর করা কখনো কখনো বাচ্চার জীবনহানিরও কারণ হয়ে দাঁড়াতে পারে।

বাচ্চার সংস্পর্শে যারাই যাক তারা কোন ধরনের রোগ-জীবাণু শরীরে বহন করছেন তা বেশিরভাগ সময়ই অজানা থাকে। ফলে তাদের সংস্পর্শের কারণে বাচ্চা যেকোনো ভাইরাস বা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের ইয়র্ক শহরে জন্ম নেওয়া শিশু রোমান ড্রান্সফিল্ড তার আত্মীয়ের চুমুর কারণে মৃতপ্রায় অবস্থায় চলে যায়।

জানা যায়, ডানিয়েল্লা-ম্যাথু দম্পতির ওই সন্তান জন্মের পাঁচ দিনের মধ্যেই তার শরীরে ফুসকুড়ি দেখা দেয়। মৃতপ্রায় অবস্থায় চলে যায় শিশুটি।

ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে সন্দেহ প্রকাশ করেন, চুমু খাওয়ার কারণেই এই সমস্যা হয়েছিল রোমানের।

এ নিয়ে রোমান ড্রান্সফিল্ডের মা ডানিয়েল্লা বলেন, যখন সে জন্মায় তখন পরিবারের সদস্যরা আসতেন এবং তাকে দেখে চুমু দিতেন। ওই ঘটনার পর থেকে তিনি এখনো তার সন্তানকে চুমুু দেননি।

 
Electronic Paper