ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্যামেরার সামনে ছবি রেখে উধাও

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

করোনা মহামারী বদলে দিয়েছে কাজের ধরন। নিজেদের সুরক্ষিত রাখতে মানুষ ঝুঁকে পড়েছে ভার্চুয়াল বিভিন্ন আয়োজনে। সেখানে বৈঠক, সভা-সেমিনার, এমনকি আড্ডাও চলছে। মেক্সিকোতে এ রকম একটি অনলাইন সভায় ঘটেছে বিচিত্র ঘটনা। দেশটির একজন রাজনীতিক ভার্চুয়াল সভায় নিজের পরিবর্তে তার বড় একটি ছবি রেখে দেন। এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন, তিনি যুক্ত আছেন। তবে তার এই জোচ্চুরি ধরাও পড়েছে। এ জন্য হয়তো শাস্তিও ভোগ করতে হবে তাকে।

মেক্সিকোর সংবাদমাধ্যম মেক্সিকো ডেইলি নিউজ-এর বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মেক্সিকোর ন্যাশনাল রিজেনারেশন মুভমেন্ট বা মোরেনা পার্টির নেতা ও মেক্সিকো সিটির কংগ্রেস সদস্য ভালেন্তিনা বাত্রেস গোয়াদারামা এই কা- ঘটিয়েছেন। সম্প্রতি ভার্চুয়াল কংগ্রেস অধিবেশনে যোগ দেন কংগ্রেস সদস্যরা। এতে গোয়াদারামাও অংশ নেন। অধিবেশন চলার মাঝপথে ক্যামেরার সামনে নিজের বড় একটি ছবি রেখে উঠে পড়েন তিনি।

মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, জুম প্রযুক্তির মাধ্যমে আয়োজিত ওই সভা রেকর্ড করা হয়েছিল। ডেমোক্রেটিক রেভ্যুলেশন পার্টির উপপ্রধান জর্জে গাভিনো ওই সভার একটি ভিডিওর ফুটেজ পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। সেখানে ব্যঙ্গাত্মক ক্যাপশনও দেন তিনি। লেখেন, ‘আমি মনে করছিলাম, আপনি আমার বক্তব্য বেশ মনোযোগ দিয়ে শুনছেন। কিন্তু পরে দেখলাম, আপনার মনোযোগী চেহারাটা একটি ছবি মাত্র।’

গোয়াদারামার এই কা-ের ভিডিও হাজার হাজার মানুষ দেখেছে ও প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বেশির ভাগই ওই নারী কংগ্রেস সদস্যকে তীব্র সমালোচনা করেছে।
তবে গোয়াদারামা কংগ্রেসের যে কোনো ধরনের প্রটোকল ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করে তিনি বলেন, ‘প্রযুক্তির বিষয়ে জানাবোঝা কম থাকায় এই ভুল হয়েছে। পরে প্রযুক্তিগত সহায়তা নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমি সেটা বন্ধ করতে সক্ষম হই।’

 
Electronic Paper