ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মানুষবাহী উড়ন্ত গাড়ি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

না, এটা কোনো সিনেমার গল্প নয়। মানুষ নিয়ে আকাশে উড়েছে গাড়ি। আর তা সফল ভাবেই। বানিয়েছে জাপানের একটি কোম্পানি। চলছে একের পর এক ট্রায়েল। পর্যবেক্ষণ করা হচ্ছে এর খুঁটিনাটি। ২০২৩ সালের মধ্যেই বিক্রিও শুরু হয়ে যাবে এসডি-০৩ মডেলের উড়ন্ত এই গাড়ি, জানিয়েছেন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়া।

বিগত বেশ কিছু বছর ধরেই এই উড়ন্ত গাড়ি নিয়ে পরীক্ষা চালাচ্ছিল জাপান। গত শুক্রবার টেস্ট ড্রাইভে সফল হল জাপানের সেই উড়ন্ত গাড়ি প্রস্তুতকারক সংস্থা স্কাইড্রাইভ আইএনসি। মধ্য জাপানের টয়োটা টেস্ট ফিল্ডেই ওড়ানো হল সেই গাড়ি।

আর সেই গাড়ি আকাশে ওড়ার সময়ে ভেতরে এক ব্যক্তিও ছিলেন। উড়ন্ত গাড়ি তৈরির কাজ করে যাচ্ছে আরও কিছু প্রতিষ্ঠান। ডাচ সংস্থা পাল-ভি একটি রোডেবল এয়ারক্র্যাফট বাজারে লঞ্চ করতে চলেছে।

রাডেবল এয়ারক্র্যাফ্ট নামের এই ফ্ল্যাইং কারের যেমন রয়েছে আকাশে ওড়ার ক্ষমতা, তেমনই গাড়ির মতোই চলতে পারে রাস্তায়। 

সামনের দিনে এই ধরনের উড়ন্ত গাড়ি যে, রাস্তার জ্যাম থেকে মানুষকে বাঁচাতে অনেকটাই সফল হবে সে বিষয়ে সন্দেহ নেই। তবে এর গ্রহণযোগ্যতা পাওয়া যে যথেষ্টই সময়সাপেক্ষ সে বিষয়েও কোনো সন্দেহ নেই।

 
Electronic Paper