ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বের সবচেয়ে বড় লবণ গুহার সন্ধান

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

বিশ্বের সবচেয়ে বড় লবণ গুহার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর আয়তন মাটির নিচে ১০ কিমি পর্যন্ত বিস্তৃত। 

আর ব্যাপ্তি এতটাই, একে আস্ত দেশ বলা শুরু করেছেন বিজ্ঞানীদের একাংশ। ১০০টিরও বেশি কক্ষ রয়েছে গুহায়। একটি কক্ষ আবার প্রায় ৫ হাজার ৬৮৫ মিটার পর্যন্ত বিস্তৃত। আনুমানিক সাত হাজার বছর পুরনো গুহাটির নাম মালহাম।

এটি ইসরায়েলে অবস্থিত। দেশটির বৃহত্তম সোদম পাহাড় বেয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাছে ডেড সি বা মৃত সাগরে গিয়ে শেষ হয়েছে গুহাটি। এর আগে ইরানের নামাকদান গুহার দখলে ছিল বিশ্বের সবচেয়ে বড় লবণ গুহার রেকর্ড।

ইসরায়েলের হিব্র বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, সাত হাজার বছরের পুরনো গুহাটি লবণের সঙ্গে আকরিক আর পানি মিশে তৈরি হয়েছে। সোদম পাহাড়কে একটি বিশাল লবণের স্তূপ বলা যেতে পারে। পানিতে লবণ দীর্ঘদিন ধরে জমে জমে ডেড সি বা মৃত সাগরের দিকে গুহার রূপ নিয়েছে।

 
Electronic Paper