ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মৃত্যুর স্বাদ নিতে...

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

আশ্চর্যজনক হলেও সত্য। গ্র্যাজুয়েশন সমাপ্ত করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই মৃত্যুর অভিজ্ঞতা নিতে হবে। একই সঙ্গে তাদের মাতৃত্ব, বার্ধক্য, পঙ্গুত্বেরও অভিজ্ঞতা নিতে হবে।

সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের চংকিংয়ে অবস্থিত সিচুয়ান ইন্টারন্যাশনাল স্টাডিস ইউনিভার্সিটি এমনি এক শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে যার নাম দেওয়া হয়েছে ‘জীবনের অর্থ’।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের পড়ালেখা শেষ করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে ‘জীবনের অর্থ, জীবনের জন্য ধন্যবাদ’ শিরোনামের ওই বিশেষ কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। এ কার্যক্রমের উদ্দেশ্য, একজন শিক্ষার্থী যেন পড়ালেখা সমাপ্ত করে সাধারণের প্রতি তার সম্মান অটুট রাখে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীর একটি আশাবাদী মনোভাব তৈরিতেও এ কার্যক্রম খুবই ফলপ্রসূ হবে।

 
Electronic Paper