ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বসেরা মসজিদ পরিচিতি

ইরানের শেখ লুৎফুল্লাহ মসজিদ

ডেস্ক রিপোর্ট
🕐 ১:১৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৮

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ মসজিদের কোনোটি ঐতিহাসিক কারণে বিখ্যাত, আবার কোনোটি অত্যাধুনিক নকশা ও নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আলোচিত। সেসব মসজিদের পরিচিতি প্রতি শুক্রবার খোলা কাগজের পাঠকদের জন্য প্রকাশ করা হচ্ছে। আজ থাকছে...

ইরানের ঐতিহাসিক ও নান্দনিক মসজিদগুলোর একটি হলো ইস্ফাহান শহরের শেখ লুৎফুল্লাহ জামে মসজিদ। খ্রিস্টীয় সপ্তম শতকে নির্মিত মসজিদটি পুরাতত্ত্ব গবেষকদের কাছে বেশ আদরণীয় ও মর্যাদার অধিকারী। সাফাভি আমলের টাইলসের কারুকাজ আর স্থাপত্যরীতির অনন্য উদাহরণও এটি।
মসজিদটি কয়েক দিক থেকে ব্যতিক্রমধর্মী। প্রথমত, এর গম্বুজ থাকলেও কোনো মিনার নেই। এই মসজিদের কোনো আঙিনাও নেই। আরও মজার ব্যাপার হলো, মসজিদটি যেহেতু নাকশে জাহানের পূর্বদিকে অবস্থিত, সেহেতু মসজিদের প্রবেশদ্বার পূর্বদিকে হওয়ার কথা ছিল না। কিন্তু তাই হয়েছে। তবে মেধাবী নির্মাণ শিল্পীরা কেবলা সমস্যার সমাধান করার জন্য প্রবেশপথটাকে সামান্য পেঁচিয়ে নিয়ে সুন্দরভাবে বিন্যস্ত করেছেন। এটা দেখার বিষয়। বর্ণনা দিয়ে বোঝানো কঠিন।

মসজিদটিতে যেসব নকশা বা ডিজাইন করা হয়েছে তা এককথায় বিস্ময়কর। বিশেষ করে মসজিদের গম্বুজটিতে যে অসাধারণ নকশা করা হয়েছে তা ইরানের শ্রেষ্ঠ ডিজাইনগুলোর একটি। এই গম্বুজে রঙের ব্যবহার, ডিজাইন এবং টাইলসের কারুকাজ খুবই নিপুণ। তার মধ্যে ইরানের শ্রেষ্ঠ ক্যালিগ্রাফিস্ট আলী রেযা আব্বাসীর চারুলিপীকর্ম দেখলে চোখের পলক ফেলা দায়।

 
Electronic Paper