ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইতালিতে কমলা যুদ্ধ!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০

ইউরোপজুড়ে উৎসবের ইয়াত্তা নেই। সম্প্রতি ইতালির ইভারিয়া শহরে উদযাপিত হয়েছে ‘কমলা ভর্তা’ নামে এক উৎসব। যেখানে রীতিমতো কমলা ছোড়াছুড়ি নিয়ে যুদ্ধাবস্থা বেধে যায়। ফলে এই বার্ষিক কমলা ভর্তা উৎসবকে ‘কমলালেবু যুদ্ধ’ নামেও ঘোষণা করা হয়।

উৎসবটি তিন দিন ধরে চলে। এবারের কার্নিভালে এক মিলিয়ন কমলালেবু আনা হয়েছে। কার্নিভালে অংশগ্রহণকারীরা নয়টি দলে বিভক্ত। ঝুড়িভর্তি কমলা থেকে কমলা নিয়ে প্রতিপক্ষের দিকে ছোড়ে এবং প্রত্যেকেই নিজেদের এলাকা রক্ষা করে। ফলে রসালো কমলালেবুগুলো নানারকম আঘাতে কিংবা পায়ে পিষ্ট হয়ে ভর্তা হয়ে যাচ্ছে। 

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, শতাব্দী ধরে চলা এ উৎসব অত্যাচারী প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করার মাধ্যম হিসেবে উদযাপিত হয়ে আসছে। উৎসব শেষে বিজয়ী দল ঘোষণা করবেন বিচারক।

 
Electronic Paper