ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১০৫ বছর বয়সে চতুর্থ শ্রেণি পাস!

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২০

শিক্ষার কোনো বয়স নাই। কথাটি আবারও প্রমাণিত হলো। ভারতের কেরালা রাজ্যের এক নারী ১০৫ বছর বয়সে চতুর্থ শ্রেণি পাস করেছেন। তার নাম ভাগীরথী।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ৭৪ দশমিক পাঁচ শতাংশ নম্বর পেয়ে পাস করেছেন শতায়ু ওই নারী। সেই সঙ্গে রাজ্য শিক্ষা মিশনের বয়স্কতম শিক্ষার্থী হিসেবে তকমা পেলেন তিনি।

কেরালার কোল্লাম জেলার বাসিন্দা ভাগীরথীর ছয় ছেলে ও ১৬ জন নাতি-নাতনি রয়েছে। জানা গেছে, খুব ছোটবেলায় বিয়ে হয় তার। ফলে দ্রুতই পড়ালেখা বন্ধ হয়ে যায়। তবে পড়ালেখার প্রতি তার আকাক্সক্ষা যেন চিরকালই বিদ্যমান ছিল। তবে সংসারের চাপে তা হয়ে ওঠেনি।

বৃদ্ধ বয়সে এসেও পড়ালেখার প্রতি ঝোঁক তৈরি হয়। গত বছর স্কুলে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন তিনি। পড়ালেখা করে পরীক্ষাও দেন। অন্যদের মতো খুব ভালোভাবেই পাশ করেন ভাগীরথী। তার এই পড়ালেখাকে উদাহরণস্বরূপ বলছেন স্থানীয়রা। স্থানীয় লোকজন জানায়, পড়ালেখার ইচ্ছা থাকলে বয়স কোনো বিষয় নয় তা ১০৫ বছর বয়সেও বুঝিয়ে দিলেন ওই নারী।

 
Electronic Paper