ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে মাছ উড়তে পারে

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০

মাছকে আমরা জলের জীব হিসেবেই জানি। তবে এমন মাছ আছে যার রয়েছে উড়ে বেড়ানোর ক্ষমতা। এ জন্য গবেষকরা নাম দিয়েছেন ফ্লাইং ফিস বা উড়ন্ত মাছ। এটি ফ্লাইং কড নামেও পরিচিত। এরা এক্সোকোয়িটাইড গোত্রের।

এক্সোকোয়িটাইড শব্দটি গ্রিক এক্সোকোয়িটাস শব্দ থেকে এসেছে। শব্দটি প্রাচীন গ্রিসে এমন সব প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হত যারা বাসস্থানের বাইরে ঘুমায়। প্রাচীনকালে মাছের এই উড়ার ক্ষমতার কারণে মনে করা হত এ মাছ সারাদিন পানিতে বিচরণ করলেও রাতে ঘুমানোর জন্য তীরে উড়ে যায়।

এরা সাধারণ মাছ থেকে ভিন্ন ধরনের। শারীরিক গড়নও সাধারণ মাছের থেকে আলাদা। অন্যান্য মাছের ন্যায় এদের পাখনা থাকলেও তা অনেকটা পাখির ডানার মতো।

এর বক্ষ-পাখনা অনেক বড় যা তাদের বাতাসে ভেসে থাকতে সহয়তা করে। একটি ফ্লাইং ফিস সাধারণত ৫০ মিটার বা ১৬০ ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে।

 
Electronic Paper