ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আরও পড়তে চান তিনি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২০

ইচ্ছাপূরণে বয়স যে কোনো বাধাই নয়, তা প্রমাণ করে দিয়েছেন ভারতের কেরালার কার্থিয়ানি আম্মা নামের ৯৮ বছর বয়সী নারী। এ বয়সে এসেও চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাস করেছেন তিনি। এ জন্য ‘নারী শক্তি পুরস্কার’ পেয়েছেন ওই নারী।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, এ বয়সেও পড়াশোনা করার অদম্য ইচ্ছা তাকে নিয়ে গিয়েছে সাফল্যের শিখরে। গত রোববার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে ‘নারী শক্তি পুরস্কার’ গ্রহণ করেছেন। এ পুরস্কার তাকে ভবিষ্যতের পথে আরও এগিয়ে চলার শক্তি জোগাবে বলে জানান।

পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতার সময় আরও পড়ালেখা করার ইচ্ছাপ্রকাশ করেন ওই নারী। কম্পিউটার শিখতেও শুরু করেছেন বলে প্রধানমন্ত্রীকে জানান। এরপরেই নরেন্দ্র মোদি তাকে প্রণাম জানান।

তার পা ছুঁয়ে আশীর্বাদও নেন। তাকে দেখে পড়ালেখায় উৎসাহ পেয়েছেন কেরালার ১০৫ বছরের আরেক নারী ভাগীরথী আম্মা। রাজ্য সাক্ষরতা অভিযানের অধীনে পড়াশোনা করে তিনিও চতুর্থ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

 
Electronic Paper