ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জীবাণুমুক্ত করতে ওভেনে টাকা

ডেস্ক রিপোর্ট
🕐 ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে চীনে টাকা জীবাণুমুক্ত করতে চেয়েছিলেন আন্ট লি নামের এক নারী। এজন্য ২৮ হাজার টাকা ওভেনে দেন। কিন্তু অসতর্কতা কারণে তার সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

চীনে করোনার কারণে তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ফেসমাস্ক, টয়লেট পেপারের মতো প্রয়োজনীয় জিনিসের চরম অভাব দেখা দিয়েছে। এমন অবস্থার মধ্যে চীনের সিআইটিআইসি ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করেন এক নারী। তিনি চীনের জিয়াংশু প্রদেশের বাসিন্দা।

টাকা থেকে করোনা ছড়িয়ে পড়তে পারে এজন্য টাকাকে জীবাণুমুক্ত করার চেষ্টা করেন তিনি। এ জন্যই নোটগুলোকে মাইক্রোওয়েভে পুরে দেন।

এর আগে, করোনার কারণে দেশটিতে কাগজের নোট কম ব্যবহারের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর বদলে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে লেনদেনের পরামর্শ দেওয়া হয়।

 
Electronic Paper