ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাবাই ‘সেরা মা’

ডেস্ক রিপোর্ট
🕐 ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০২০

আন্তর্জাতিক নারী দিবসে সেরা মায়েদের দেওয়া হচ্ছে সম্মাননা। এ তালিকায় পুরুষ হয়েও মনোনয়ন পেয়েছেন সাবেক সফটওয়্যার প্রকৌশলী ভারতের আদিত্য তিওয়ারি। ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশু অবিনাশকে পরম যত্নে মানুষ করছেন তিনি। মায়ের দায়িত্ব পালনে নিজের চাকরিও ছেড়েছেন।

গতকাল রোববার বেঙ্গালুরুতে কয়েকজন নারীর সঙ্গে সংগ্রামী জীবনের স্বীকৃতিস্বরূপ সেরা মায়ের সম্মাননা পাচ্ছেন আদিত্য। তিনি বলেন, দেড় বছর আইনি লড়াইয়ের পর ২০১৬ সালের পহেলা জানুয়ারি অবিনেশের দায়িত্ব পান। তারপর থেকে আমরা বাবা-ছেলে প্রচুর সংগ্রাম করেছি। আমার কাছে ঈশ্বরের দেওয়া সেরা উপহার অবিনাশ। 

আমিই ওর মা, আমিই ওর বাবা। ভালো অভিভাবক হওয়ার পাশাপাশি আমি ওর কাছে একজন ভালো মানুষ হতে চেয়েছি।

২২ মাস বয়সী অবিনাশকে দত্তক নেওয়ার পর চাকরি ছেড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা-মায়েদের কাউন্সেলিং শুরু করেন আদিত্য। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের কীভাবে বড় করতে হবে, এ নিয়ে কথা বলার জন্য জাতিসংঘের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয় তাকে। ভারতের ২২টি রাজ্যের ৪০০টি জায়গায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়ে তিনি বৈঠক ও কর্মশালা করেছেন। এখনো তিনি যুক্ত রয়েছেন সারা বিশ্বের ১০ হাজার বাবা-মায়ের সঙ্গে।

 
Electronic Paper