ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১২ বছর আগে করোনার সংকেত

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:২০ অপরাহ্ণ, মার্চ ০৭, ২০২০

মার্কিন লেখিকা সিলভিয়া ব্রাউন ১২ বছর আগে একটি বই লিখেছিলেন। নাম ‘এন্ড অব দ্য ডে- প্রেডিকশন অ্যান্ড প্রোফেসিস’। এ বইটিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে এমন একটি ভাইরাসের কথা লিখেছিলেন লেখিকা।

প্রেডিকশন অ্যান্ড প্রোফেসিসে সিলভিয়া লেখেন, ২০২০ সালের দিকে সারা বিশ্বে একটি ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে। তার এ ভবিষ্যদ্বাণীটি যেন মিথ্যা নয়। বইটি নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে।

নতুন করোনা ভাইরাস চীন থেকে শুরু করে বর্তমানে বহু দেশে ছড়িয়েছে। মৃতের সংখ্যাও ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। গোটা বিশ্বে ছড়ানো এ ভাইরাসের আশঙ্কা করে বইটিতে লেখা হয়েছিল ‘২০২০ সালের মধ্যে সারা বিশ্বে মারাত্মক নিউমোনিয়ার মতো অসুস্থতা ছড়িয়ে পড়বে, ফুসফুস এবং ব্রোঙ্কিয়াল টিউবগুলোতে আক্রমণ করবে। কোনো চিকিৎসায় কাজ হবে না।’

সিলভিয়া ব্রাউন বইটিতে লেখেন, অবাকের বিষয় যে হঠাৎ করেই আসার পর সঙ্গে সঙ্গে আবার অদৃশ্য হয়ে যাবে। ১০ বছর পরে আবার আক্রমণ করবে এবং তারপরে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে।

 
Electronic Paper