ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরফে বাড়ি

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ০৭, ২০২০

যেদিকে তাকানো যায় চারিদিকেই যেন শ্বেত বরফের চাদরে ঢাকা। নিউ ইয়র্কের হুভার সৈকতের বাড়িগুলো টানা দুই দিনের তুষারপাতে একই চেহারা ধারণ করেছে। হামবুর্গের এরি লেকের কাছে বাড়িগুলোর এমন দৃশ্য সবার নজর কাড়ছে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুম ভাঙার পর সেখানকার বাসিন্দারা দেখতে পান বাড়িগুলো বরফের পুরো আস্তরণে ঢাকা। জানলা, দরজা থেকে বারান্দা, বাড়ির কার্নিশ সর্বত্রই বরফের চাদর। বেশ কিছু বাড়িতে আটকে পড়েছেন বাসিন্দারা। গোটা বাড়ি অন্ধকারাচ্ছন্ন।

সৈকতের এক বাড়ির মালিক এড মিস জানান, প্রতিবছরই এখানে বরফ পড়ে। তবে এবারই সবচেয়ে বেশি। বরফ ভেঙে বাড়ির ভিতরে ঢুকতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়িগুলোর ছবি ভাইরাল হয়েছে। এ অদ্ভুত বরফ-ঢাকা দৃশ্য যেন পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে।

 
Electronic Paper