ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রূপকথার গ্রাম

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

নেদারল্যান্ডসের ছোট্ট, শান্ত এবং সবুজে ঘেরা গ্রাম গিয়েথুর্ন। পর্যটকদের কাছে গ্রামটি খুবই জনপ্রিয়। গ্রামটি অন্য যে কোনো গ্রাম থেকে আলাদা। প্রাকৃতিক সৌন্দর্যম-িত গ্রামটিতে প্রবেশ করলে মনে হবে ঠিক রূপকথার গ্রাম।

এই গ্রামে যাতায়াতের জন্য কোনো সড়কপথ নেই। ফলে কোনো গাড়িও নেই। একেবারে কোলাহল মুক্ত গ্রাম গিয়েথুর্ন। গ্রামের মানুষের যাতায়তের একমাত্র পথ ছোট নৌকা। জলপথেই তারা চলাচল করে থাকেন। মানুষ্য সৃষ্ট কোনো কোলাহল এখানে নেই। কোনো পাখি যখন জোরে ডেকে ওঠে তখনই কেবল উচ্চ শব্দ কানে আসে।

১২৩০ সালে এই গ্রামটি প্রতিষ্ঠা করা হয়। গ্রামের ভেতর দিয়ে একটি খাল চলে যাওয়ায় গ্রামটিকে ছোট দ্বীপ মনে হয়। খালের ওপর তৈরি করা হয়েছে ১৫০টিরও বেশি সেতু। ডাচ ফিল্মমেকার বার্ট হান্সট্রা তার কমেডি ফিল্ম ‘ফ্যানফেয়ার’ এর শুটিং এখানে করার পর ১৯৫৮ সালে গ্রামটি বিশে^র নজরে আসে।

 

 
Electronic Paper