ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পানির ওপর শহর

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে বিপদ থেকে রক্ষা পেতে পানির ওপরই তৈরি করা হচ্ছে শহর। ইতোমধ্যে এর নকশাঁও তৈরি করা হয়েছে। এমন প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাজ্য। শহরটির এক একটি অঞ্চলে ১০ হাজার মানুষ বাস করতে পারবেন।

এতে বাজার, পার্ক সবই থাকবে। প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে ১০ বছর। প্রজেক্টের কর্মকর্তারা জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে একেবারে আসল শহরের মতই হবে।

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে পৃথিবীর অধিকাংশ অঞ্চল যে বিপদে পড়বে তা বিবেচনা করেই শহরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ‘ওশেনিক্স’ নামের বেসরকারি সংস্থা এ প্রজেক্ট তৈরি করছে।

জানা গেছে, স্থলভাগ থেকে এক কিলোমিটার দূরে শহরটি তৈরি হবে। যাতে সমুদ্র অশান্ত হলে বাসিন্দাদের সরিয়ে আনা যায়। তবে শহরটির সর্বোচ্চ নিরাপত্তার জন্য নানা কর্মকৌশল নির্ধারণে আলোচনা চলছে।

 
Electronic Paper