ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ট্রাম্পের নিরাপত্তায় হনুমান!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সফরে আগ্রার তাজমহল দর্শন করেছেন ট্রাম্প দম্পতি। তবে আগ্রায় তার আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা হিসেবে পাঁচ হনুমানকে মোতায়েন করা হয়।

আগ্রায় ট্রাম্পের সফর ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। আমেরিকার নিজস্ব সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি ভারতের এনএসজি এবং আধা সামরিক বাহিনীও সার্বক্ষণিক নজরদারি চালায়। কিন্তু, আগ্রাজুড়ে বানরের যে উৎপাত রয়েছে তা প্রতিরোধেই পাঁচটি হনুমান মোতায়েন করা হয়। হনুমানগুলো প্রেসিডেন্টের কনভয়ের রুটজুড়ে নজরদারি চালায়।

ভারতে মার্কিন প্রেসিডেন্টের সফর উপলক্ষে নিরাপত্তা থেকে আপ্যায়ন কোনো কিছুরই যেন কমতি ছিল না। মার্কিন বিমান বাহিনীর বিশেষ বিমানে ভারতে আনা হয় ট্রাম্পের বিশেষ গাড়ি। গাড়িটি ‘দ্য বিস্ট’ নামে পরিচিত। হাইটেক ও বিলাসবহুল এই গাড়ি তৈরি করেছে ক্যাডিল্যাক সংস্থা। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসিয়াল বাহন ছিল ‘ক্যাডিল্যাক ওয়ান’।

 
Electronic Paper