ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তবুও রক্ষা মিলল না...

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

মনে হয় না ছবিটি ব্যাখ্যা করার কিছু আছে। প্রকৃতির বিধানে প্রতিটি জীবই কারও কারও শিকার হয়। ছবিটি তোলা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। সিজিটিএন এবং টুইটারে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি।

সেখানে দেখা যাচ্ছে, জীবন বাঁচাতে ব্যাঙটি তার পেটে হাওয়াবোঝাই করে রেখেছে, এবং চারটি পা এমনভাবে রেখেছে যেন পাখিটি তাকে গিলতে না পারে। ‘হ্যামারকোপ’ নামে পাখিটিও দক্ষিণ আফ্রিকায় বেশ বিখ্যাত। আসলে বিখ্যাত তো নয়, কুখ্যাত।

এরা কোনো শিকার ধরলে তার একটা নাস্তানাবুদ করেই ছাড়ে। গণমাধ্যমের তথ্যানুযায়ী, ওই ব্যাঙটি শেষ পর্যন্ত রক্ষা পায়নি।

তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, পাখিটি শেষ পর্যন্ত ওই ব্যাঙটি গিলতে সক্ষম হয়নি। কারণ, মৃত্যুর পরও ব্যাঙটির পেট ফোলা ছিল বাতাসে এবং পাগুলো ছিল আগের মতোই ছড়ানো।

 
Electronic Paper