ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চীনের আকাশে ৫ সূর্য!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় আজব ঘটনার সম্মুখীন হয়েছেন স্থানীয় লোকজন। একসঙ্গে সূর্যের পাঁচটি প্রতিফলন জ্বলজ্বল করতে দেখে অবাক হয়েছেন তারা। কেউ কেউ বলছেন আকাশে একসঙ্গে পাঁচটি সূর্য দেখা যাচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমে ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে। তারা জানিয়েছে, কী এক আশ্চর্য ঘটনা। চীনের মঙ্গোলিয়ার আকাশে জ্বলজ্বল করছে একসঙ্গে পাঁচটি সূর্য!

জানা যায়, এ ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সূর্যের এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না। বায়ুম-লে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বাঁধায় সেগুলোতে সূর্যের আলো প্রতিফলিত হয়। আর সেই প্রতিফলনের ফলেই আকাশে একাধিক সূর্যের ছবি ভাসে। এই প্রাকৃতিক ঘটনা ‘সূর্য সারমেয়’ বা ‘ভৌতিক সূর্য’ নামে পরিচিত।

 
Electronic Paper