ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৩৩৮ ফুটের পিৎজা!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতে ৩৩৮ ফুটের দানব আকৃতির পিৎজা বানানো হয়েছে। দেশটির সিডনি শহরে পেলোগ্রিন্নি নামে একটি রেস্তোরাঁর মালিক পিয়েরে ও রোজমেরি এই পিৎজা তৈরি করেন। পরে ইনস্টাগ্রামে এর ছবি শেয়ার করা হয়।

রোজমেরি জানান, বিশালাকার পিৎজাটি মজ্জারেল্লা, টমেটো সস, বাসিল লিফ দিয়ে গারনিশ করা। অলিভ অয়েলে এ পিৎজাটি বানাতে প্রায় চার ঘন্টা সময় লেগেছে। ময়দা লেগেছে ৯০ কেজি। পরে পিৎজাটি চার হাজার খণ্ডে ভাগ করে বিলি করা হয়।

 
Electronic Paper