ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাজার বছরের গাছ

ডেস্ক রিপোর্ট
🕐 ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

রোগবালাই ও খরার কবল থেকে নিজেকে রক্ষা করতে এক ধরনের ক্যামিক্যাল সংরক্ষণ করে গাছটি। নাম জিঙ্কো। বিজ্ঞানীরা বলছেন, হাজার বছরেরও বেশি সময় বাঁচে এটি। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে পার্কে এই গাছ দেখা যায়।

সম্প্রতি বিজ্ঞানীরা গাছটির দীর্ঘ আয়ুর রহস্য খুঁজে পেয়েছেন। জানা গেছে, অন্য গাছের মতো এটি সেই হারে বংশবৃদ্ধি করে না। নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিচার্ড ডিক্সন জানান, এই গাছ স্বাস্থ্যকর প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখে। এমনকি বয়স শত শত বছর পার হলেও শরীরে তার ছাপ রাখে না। গাছটির আরেক বৈশিষ্ট্য হলো, খুব ধীর গতিতে বড় হয়। শরৎকালে এর পাতা আকর্ষণীয় হলুদ রং ধারণ করে।

গবেষকরা বলছেন, এই গাছের বয়স ১৫ থেকে ৬৬৭ বছরের মধ্যে একইরকম মনে হয়। সাতশ’ বছর হলে আরও বেশি করে ক্যামিক্যাল নিঃসরণ করে দীর্ঘ সময় টিকে থাকে গাছটি।

 
Electronic Paper