ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাছের বয়স অর্ধশতক!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

ফ্লোরিডায় জলের প্রায় ৬০০ ফুট গভীরতায় থাকে ওয়ারস গ্রাউপার মাছ। যাদের ওজন ৫৭০ পাউন্ড পর্যন্ত হতে পারে। তবে ওজনের চেয়ে বিস্ময়কর তার বয়স। এমন বয়সী মাছের দেখা সচারাচর মেলে না। গবেষকরা ধারণা করেছেন, গত ডিসেম্বর মাসে ধরা পড়া ওয়ারস গ্রাউপারটির বয়স ৫০ বছর।

ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন গবেষণা ইনস্টিটিউট গত শুক্রবার এক ফেসবুক পোস্টে জানায়, মাছটি গবেষণা প্রোগ্রামের জন্য সংগ্রহ করা সবচেয়ে পুরনো নমুনা। এর বয়স ৫০ বছর। বিজ্ঞানীরা গ্রাউপারের বয়স নির্ণয় করতে ওটোলিথের সহায়তা নিয়েছেন।

এটি হাড়বহুল মাছের মস্তিষ্কের পেছনে থাকে। একটি মাছের বয়স বের করতে এটি সহায়ক।

এফডব্লিউসি এক পোস্টে জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিয়েস্তা কিয়ের একজন অপেশাদার জেলে জেসন বয়েল ৩৫০ পাউন্ড ১৬০ কিলোগ্রাম ওজনের গ্রাউপারটিকে ধরেছিলেন।

 
Electronic Paper