ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হ্যাকারের কবলে শাবি'র ওয়েবসাইট

শাবি প্রতিনিধি
🕐 ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ০৫, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে। বুধবার গভীর রাতে নিজেকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পরিচয় দিয়ে সাইটটি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে হ্যাকার নিজেকে বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে হ্যাকের বিষয়টি জানান দেন।
হ্যাক করে ওয়েব সাইটে লেখেন " Hey SUST! Build a Bunker, May be?
Remember me.
I once took you DOWN.
SWE 2017-18
Your Queen My Rock
Let's see who to Hook! 
ওয়েবসাইটটিতে ঢোকা গেলেও তা সচলভাবে কাজ করছে না। 
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দিকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্যকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম  জানান, সাইটটি আবার চালু করার জন্য কাজ চলতেছে। নিজের নিয়ন্ত্রণে নিয়ে সাইট উন্নয়নের কাজ চলছে।পাশাপাশি হ্যাকের বিষয়টি অনুসন্ধানের চেষ্টা চলছে।
 
Electronic Paper