ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নীল সমুদ্র হবে সবুজ

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

চলতি শতকের শেষ দিকে নীল সাগর অনেক বেশি সবুজ রঙের হয়ে উঠবে। সম্প্রতি যুক্তরাজ্যের সাউথাম্পটন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ‘নেচার’ পত্রিকায় এমনই একটি গবেষণাপত্র প্রকাশ করেছে।

গবেষক দলটির অন্যতম সদস্য আনা হিকম্যান জানান, সমুদ্রের জলে থাকা শৈবালকণা ‘ফাইটোপ্লাংটন’ সবুজ। এরা ডাঙার সবুজ গাছের মতোই সূর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে। যেখানে এদের সংখ্যা কম, সেখানে সাগরের জল নীল।

যেখানে বেশি, সেখানে সবুজ। জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারার পরিবর্তন না হলে ২১০০ সাল নাগাদ তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এতে উষ্ণতর জল পেয়ে সংখ্যায় তথা পরিমাণে বিপুল বাড়বে ফাইটোপ্লাংটন। আর তাতেই বেশি সবুজ হয়ে উঠবে সাগরের নীল জল।

শুধু তা-ই নয়, এদের জন্ম-মৃত্যুর সঙ্গে সঙ্গে এক এক মৌসুমে এক এক রকম রং নেবে সমুদ্র।

 
Electronic Paper