ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝরনায় ক্ষতিগ্রস্ত মানুষ

ডেস্ক রিপোর্ট
🕐 ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৯

ছবিটি মানুষের তৈরি সবচেয়ে পুরনো কৃত্রিম ঝরনার। এর নাম ‘ক্যাসকাটা ডেল মারমোর’। ঝরনাটির অবস্থান ইতালির আমব্রিয়া প্রদেশের টেরনি শহরের আট কিলোমিটার পূর্বে। তথ্যমতে, ১৭’শ থেকে ১৮’শ শতকের মধ্যে এটি তৈরি করেন রোমানরা। জানা যায়, প্রায় আড়াইশ বছর আগে এখানে কোনো ঝরনা ছিল না।

মূলত নিজেদের তৈরি ঐতিহ্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করতেই রোমানরা এটি তৈরি করেন। স্থানীয় ‘ভেলিনো’ নদীর একটি অংশে খনন করে ঝরনাটি তৈরি করা হয়। ওই ঝরনা পানির সমন্বয়ে নিম্নবর্তী ‘রেইটি’ নদীর পানি বৃদ্ধি পায়। এর ফলে ভেলিনোর তীরে গড়ে ওঠা জনবসতি পরে চরম পানির অভাবে। অন্যদিকে, রেইটির পানি বৃদ্ধি পাওয়ায় ভেসে যায় তীরের বসতিদের বাড়িঘর ও আবাদি জমি। এরপর থেকেই সাধারণের হুমকি বিবেচনায় নিয়ে রোমানরা আর কোনো প্রাকৃতিক সৃষ্টিকে তাদের নিয়ন্ত্রণে নেয়নি।

 
Electronic Paper