ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরফে ফাটল

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৯

 এবার অ্যান্টার্কটিকার বরফের বিশাল এলাকাজুড়ে ফাটলের হদিস মিলেছে। ফাটলটির গভীরতা এক হাজার ফুটেরও বেশি বলে জানা গেছে। পৃথিবীর কক্ষপথে থাকা নাসার ‘আইসব্রিজ’ উপগ্রহে বসানো রাডারের পাঠানো ছবিতেই অ্যান্টার্কটিকার হিমবাহের এত গভীরে ফাটলটি ধরা পড়েছে। ওই ফাটলটা ভূগর্ভের এতটা কাছাকাছি, বিজ্ঞানীদের উদ্বেগ, লাগোয়া মহাসাগরের জল তার ভেতর দিয়ে ঢুকে খুব দ্রুত গলিয়ে দিতে পারে গোটা বরফখণ্ড।

বিজ্ঞানীরা ধারণা করছেন, ওই হিমবাহে যতটা বরফ রয়েছে, তা যদি পুরোপুরি গলে যায় তাহলে মহাসাগরের জলস্তর বেড়ে যাবে অন্তত ২ ফুট বা ৬৫ সেন্টিমিটার। আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেসে’ সম্প্রতি প্রকাশিত ‘হেটরোজিনাস রিট্রিট অ্যান্ড আইস মেল্ট অব থোয়েইট?স গ্লেসিয়ার, ওয়েস্ট অ্যান্টার্কটিকা’ শিরোনামের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

 
Electronic Paper