ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যেখানে পঞ্চাশেই আয়ু শেষ

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০১, ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের চকরুটোলায় এমন একটি জায়গা রয়েছে যেখানে পঞ্চাশেই ফুরিয়ে যায় মানুষের আয়ু।

শুধু তাই নয়, ভয়ে এই এলাকায় মেয়ের বিয়ে দেন না বাইরের মানুষ। এখানকার মেয়েদেরও শাদি হয় না অন্যত্র। আনন্দবাজার পত্রিকা বলছে, চকরুটোলা ডালটনগঞ্জ শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। কোয়েল নদী থেকে তিন কিলোমিটার দূরের কৌড়িয়া পঞ্চায়েতের এই টোলায় বাস করেন হাজার তিনেক আদিবাসী। টোলায় এমন কোনো বয়স্ক মানুষ নেই, যিনি সোজা হয়ে হাঁটতে পারেন। চল্লিশের ওপরে সবার হাতে লাঠি। শিশুদের দাঁত হলুদ বর্ণের।

মূলত, সহনমাত্রার অন্তত চার গুণ বেশি (৪ দশমিক ২ মিলিগ্রাম প্রতি লিটারে) ফ্লোরাইড মিশ্রিত ‘বিষজল’ খেয়ে টোলার প্রতিটি পরিবারেরই কেউ না কেউ পঙ্গু।

ফ্লোরাইড বিশেযজ্ঞরা জানান, শুধু চকরুচোলাই নয়, পলামু জেলার ৪৮টি গ্রাম আর গরওয়া জেলার ২৭৭টি গ্রামের ভূগর্ভস্থ জলে বিপজ্জনক মাত্রায় ফ্লোরাইড রয়েছে। যে কারণে এর প্রভাবেই এ অঞ্চলের মানুষের আয়ু পঞ্চাশের বেশি হয় না।

 
Electronic Paper