ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চা দিয়ে দিন শুরু ঘোড়ার!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০১, ২০১৯

অনেকেরই ঘুম থেকে উঠে চা বা কফি না খেলে তাদের দিনই শুরু হতে চায় না। অনেকের আবার চা-কফি প্রয়োজনও হয় না। তবে, শুনতে অবাক লাগলেও এবার যুক্তরাজ্যে এমন এক ঘোড়ার খোঁজ মিলেছে যার দিন শুরু হয় এক কাপ চা দিয়ে।

এনডিটিভি বলছে, লিভারপুলের অ্যালেরটন আস্তাবলে থাকা ২০ বছর বয়সী ‘জেক’ নামে একটি ঘোড়া ১৫ বছর ধরে মিরসেইসাইডের ঘোড়সওয়ার পুলিশ বিভাগে কাজ করছে। ওই ঘোড়াটি তার দীর্ঘ ক্যারিয়ারে চায়ে এতটাই অভ্যস্ত হয়েছে, সকালে চা না দিলে সে কাজ করতে অস্বীকৃতি জানায়। প্রথম প্রথম জেক তার সওয়ারকারীর কাপ থেকে চুরি করে চা খেত। পরে ধীরে ধীরে এটি তার অভ্যাসে পরিণত হয়। মিরসেইসাইড পুলিশ বিভাগও জেকের জন্য এখন আলাদাভাবে চা বরাদ্দ করেছে।

পুলিশ জানিয়েছে, প্রতিদিন সকালে বড় কাপে করে আলাদাভাবে চা দিতে হয় জেককে। আরাম করে সেই চা পানের পরই সে কাজে যেতে রাজি হয়। মিরসেইসাইড পুলিশ টুইটারে জেকের চা খাওয়া নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছে।

সেখানে তারা লিখেছে, ‘এক কাপ গরম চা না পেলে জেক বিছানা থেকে উঠতেই চায় না। একবার চা পান করার পরই সে দিনের কাজের জন্য প্রস্তুত হয়ে যায়।’

 
Electronic Paper