ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গরুর দোষে মালিককে জরিমানা

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

ট্রাফিক আইন ভাঙছে গরুর পাল আর নিয়মভঙ্গের শাস্তি জুটতে চলেছে মালিকদের কপালে। ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমানের কাটোয়ায় এই পদক্ষেপ নিতে চলেছে পুরসভা। দীর্ঘদিন যাবৎ শুধু গরুর পালের কারণে হয়রানি, সকাল হলেই রাস্তার দখল, যানজট, দুর্ঘটনা রুখতে মালিকদের কাছে জরিমানা আদায়ের পরিকল্পনা নিয়েছে কাটোয়া পুরসভা।

পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এনডিটিভিকে বলেন, ‘রাস্তায় গরুগুলো অবাধে চড়ে বেড়াচ্ছে। ফলে প্রচুর সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। দুর্ঘটনা ঘটছে। এজন্য প্রথমে ওই গরুর মালিকদের সতর্ক করা হবে। তাতে কাজ না হলে গরুগুলো ধরে খোঁয়াড়ে পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে আমরা গরুর মালিকদের জরিমানাও করব।’

স্থানীয়রা অভিযোগ করেন, গরুর ভয়ে মহিলা ও শিশুরা তটস্থ থাকে। রাস্তা দিয়ে চলাফেরার সময় কখনো কখনো তারা পথচারীদের দিকে তেড়ে যায়। কাটোয়ার অনেক গোপালক তাদের গরু সারা দিন ছেড়ে রাখেন। এমনকি রেলস্টেশনেও গরু দেখা যায় নিয়মিত। তাদের এই অবাধ গতিবিধির জেরে রেলযাত্রীরা সমস্যায় পড়েন। তাই, গরুর বিষয়ে মালিককে সচেতন করতেই জরিমানার বিধান করা হচ্ছে।

 
Electronic Paper