ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাড়ি টিপস পেলেন রেস্তোরাঁকর্মী

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

প্রতিদিন প্রায় ২২ কিলোমিটার হেঁটে রেস্তোরাঁয় কাজ করতেন এক তরুণী। তার কষ্টের এ ঘটনা শুনে একটি গাড়ি টিপস দিয়েছেন ওই রেস্তোরাঁর এক গ্রাহক দম্পতি। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ ঘটনা ঘটেছে। সূত্রে বলা হয়, টেক্সাসে গালভেস্টনে রেস্তোরাঁ চেন ডেনিসের একটি শাখায় কাজ করেন অ্যাড্রিয়ানা অ্যাডওয়ার্ড (১৮) নামে ওই তরুণী। প্রতিদিন বাড়ি থেকে কর্মস্থলে আসতে তার প্রায় পাঁচ ঘণ্টা সময়।

কারণ আড্রিয়ানা ২২ কিলোমিটার রাস্তা হেঁটেই আসতেন। আসলে সে এভাবে পয়সা সঞ্চয় করছিলেন গাড়ি কিনবেন বলেই। এ ঘটনা জানতে পেরেই গাড়ি টিপস দিয়েছেন রেস্তোরাঁর এক ক্রেতা দম্পতি। তবে তারা পরিচয় গোপন রেখেছেন।

গত মঙ্গলবার ওই দম্পতি রেস্তোরাঁয় যান। সেখানে অ্যাড্রিয়ানার কাহিনী জানতে পারেন। তারপরই তারা ঠিক করেন অ্যাড্রিয়ানাকে গাড়ি টিপস দেবেন। সেই মতো ‘২০১১ নিসান সেন্ট্রা’ কিনে কয়েক ঘণ্টা পরে রেস্তোরাঁয় ফিরে আসেন। অ্যাড্রিয়ানার হাতে তুলে দেন নতুন গাড়ির চাবি।

 
Electronic Paper