ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কলকাতার সড়কে টাকার বৃষ্টি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

অবাক হওয়া কিছু নেই, কলকাতার রাস্তায় এবার টাকার বৃষ্টি হয়েছে। উপর থেকে রাশি রাশি টাকা পড়ার এমন বিরল আগে দেখা যায়নি। তবে এর পেছনেও কারণ রয়েছে।

গত বুধবার বিকালে টাকা পড়ার এমন ঘটনার সাক্ষী কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট! তবে কৌতূহলী জনতা শুধু টাকা পড়তেই দেখল। সে টাকা পকেটে ঢোকানো তো দূর, ছুঁয়েও দেখা যায়নি। আনন্দবাজার পত্রিকা বলছে, বুধবার বিকালে বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতল ভবনে এক বাণিজ্যিক সংস্থার অফিসে অভিযান চালায় ‘ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স’ (ডিআরআই)-এর অফিসাররা। সেই তল্লাশি অভিযানের সময়েই ওই বহুতলের ছাদের উপর থেকে ঝপাঝপ করে টাকার বান্ডিল পড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই টাকার বান্ডিল ফেলা হয়েছিল বহুতলেরই চৌহদ্দিতে। তা দেখতে পেয়েই ওই বাড়ির নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে সেই টাকার বান্ডিল কুড়োতে থাকেন। সেই দৃশ্য দেখে জমে যায় ভিড়।

 
Electronic Paper