ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাইথন-চিতার লড়াই

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

কেনিয়ার মাসাই মারা ট্রাঙ্গেল রিজার্ভে ঘুরতে গিয়ে বিরল দৃশ্যের সাক্ষী হলো এক দল পর্যটক। দূর থেকে তারা চাক্ষুস করলেন চিতাবাঘের সঙ্গে বিশাল এক পাইথন মুখোমুখি লড়াই। সেই লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, বিশাল পাইথন দেখে দাঁড়িয়ে পড়ল চিতাবাঘটি। দুজনে চোখে চোখ রেখে দাঁড়িয়ে একে অপরের সামনে। কেউ কাউকে আক্রমণ করছে না। তার পরই হঠাৎ চিতাবাঘটিকে আক্রমণ করে বসে পাইথনটি। তার পরই শুরু হয় লড়াই। এক সময় নিজের শরীর দিয়ে চিতাকে পুরো জড়িয়ে ধরেছিল সাপটি। কিন্তু সেখান থেকে নিজেকে বের করে, পাইথনের মাথায় পাল্টা কামড় বসিয়ে দেয় সে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে চিতাবাঘটি।

এই বিরল দৃশ্যের সাক্ষী থাকা পর্যটক মাইক ওয়েলটন এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ভয়ঙ্কর দৃশ্য দেখলাম আমরা। চিতাবাঘটি মরে যেত। কিন্তু কোনো রকমে বেঁচেছে। তার পর পাইথনের মাথা কামড়ে ধরে।

 
Electronic Paper