ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিপজ্জনক পাফার ফিশ

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

পাফার ফিশ সম্পর্কে বেশিরভাগ মানুষই তেমন কিছু জানে না। কারণ এরা সমুদ্রের অনেক নিচে বাস করে। আর এই মাছ আপনার জন্য ভীষণ বিপজ্জনক। বর্তমানে নানা প্রজাতির শতাধিক ‘পাফার ফিশ’ সমুদ্রে রয়েছে।

এরা প্রায় চার ফুট পর্যন্ত দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে পারে। বিপদের সম্ভাবনা বুঝলে তারা তাদের শরীরকে বলের মতো ফুলিয়ে, শরীর থেকে কাঁটা বের করে আত্মরক্ষা করতে পারে। পৃথিবীতে বিষাক্ত প্রাণীদের তালিকার মধ্যে অন্যতম এই পাফার ফিশ। এদের দৃষ্টিশক্তি সাংঘাতিক রকমের প্রখর।

সেইসঙ্গে এরা গিরগিটির মতো নিজেদের রঙ পরিবর্তনে সক্ষম। এই পাফারদের আবার ছোট ছোট চারটি দাঁতও থাকে। কিছু কিছু পাফার নিজেদের বসবাসের জন্য নির্দিষ্ট আস্তানাও গড়ে তোলে। অনেকে আবার পাফার ফিশকে পোষ্য হিসেবেও গ্রহণ করে থাকেন।

জাপানে খাবারের প্লেটে পাফার ফিশ কিন্তু এক অন্য মাত্রার ডেলিকেসি। তবে এই ফিশ ঠিকভাবে না কাটলে, তার বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু কিছু প্রজাতির পাফার ফিশ বিলুপ্তপ্রায় শ্রেণির অন্তর্গত। ডেইলি মেইল।

 
Electronic Paper